• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ইসলামপুর মুক্ত দিবসে বীর নিবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১  

মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে জামালপুরের ইসলামপুর ৭ডিসেম্বর মুক্ত দিবসে বীর মুক্তিযোদ্ধাদের আবারসন “বীর নিবাস” নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল এমপি।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে ইসলামপুর পলবান্ধা ইউনিয়নের চরবাটিকামারী গ্রামে বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী’র “বীর নিবাস” নির্মাণ কাজের ভিত্ত্বি প্রস্তর স্থাপন করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল এমপি ।

এর পর ৭ডিসেম্বর ইসলামপুরের মাটি পাকহানাদার মুক্ত দিবসের  বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন ধর্ম প্রতিমন্ত্রী। 

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম,জামাল আব্দুন নাসের বাবুল, ইসলামপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মানিকুল ইসলাম মানিক, উপজেলা  নির্বাহী অফিসার জাহিদুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য যে, ১৯৭১সালের ৭ডিসেম্বর ইসলামপুরের মাটি পাকহানাদার মুক্ত হয়েছে। ৭ডিসেম্বর মাস বাঙালি জাতির গৌরবের মাস। ১৯৭১ সালের এদিন হাজার মুক্তিকামী ছাত্র জনতা আনন্দ উল্লাশের মধ্যে দিয়ে ইসলামপুর থানা চত্বরে জালাল কোম্পানির কমান্ডার প্রয়াত শাহ মোহাম্মদ জালাল উদ্দিন স্বাধীনতার প্রথম বিজয় পতাকা উত্তোলন করেন। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল