• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতাবিরোধীদের নীলনকশার অংশ লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন সুন্দরবনে পুন:অগ্নিকান্ড রোধে ড্রোনের মাধ্যমে মনিটরিং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৭০ শতাংশ প্রার্থী ব্যবসায়ী: টিআইবি সংসদে পরিশোধ ও নিষ্পত্তি বিল-২০২৪ উত্থাপন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো নীতিগত সিদ্ধান্তের বিষয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুন্সীগঞ্জে সমাবেশ

দেওয়ানগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ জুন ২০২১  

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৯ জুন দুপুরে পৌরসভার সভাকক্ষে মেয়র শাহনেওয়াজ শাহান শাহ’র সভাপতিত্বে বাজেট ঘোষণা করা হয়।

বাজেট উপস্থাপনা করেন পৌর সচিব নুরুল ইসলাম মিন্টু। এ বাজেটে আয় ধরা হয়েছে ৬৫ কোটি ৬৭ লাখ ৩২ হাজার ২৩৯ টাকা, ব্যয় করা হয়েছে ৬৫ কোটি ৫২ লাখ ৯৬ হাজার ৫০ টাকা, উদ্বৃত্ত রয়েছে ১৪ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা। এ ছাড়াও ওই বাজেটে রাজস্ব আয় ২ কোটি ৭৩ লাখ ৩২ হাজার ২৩৯ টাকা এবং উন্নয়ন আয় ৪৩ কোটি ৯৪ লাখ টাকা।

সভায় পৌর কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী জুয়েল, সোলেমান, মামুনুর রশীদ মামুন, মাসুদ রানা, আব্দুল মান্নান মোল্লা, আব্দুল মালেক, বাদল মিয়া, মহিলা সংরক্ষিত কাউন্সিলর আছমা আক্তার, শাহিনা বেগম, পৌরসভার সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন, হিসাব রক্ষক শফিকুল ইসলাম, হিসাব সহকারী সাহিদুল সরকারসহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও টি.এল.সি.সির সদস্য, পৌর শহরের সুশীল সমাজের পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল