• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ মার্চ ২০২১  

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষকমণ্ডলীর পেশাগত দক্ষতা উন্নয়ন শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটায় কলেজ ভবনের হলরুমে কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। 

 

প্রাতিষ্ঠানিক নিয়মশৃঙ্খলা, শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি এবং সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয় কর্মশালার প্রথম দিনে। উদ্বোধনী এ দিনে আলোচনা করেন সিনিয়র শিক্ষক মোঃ আবদুর রহিম, মোঃ রেজাউল করিম, মোঃ আব্দুল জি বারেক তারেক, প্রান গোপাল পাল, সুবেন্দু কুমার সরকার, মোঃ আরাফাত রহমান, মোজাহিদুল ইসলাম টিটু প্রমুখ। 

 

আগামী দুইদিন বিষয়ভিত্তিক অভিজ্ঞ  শিক্ষকমণ্ডলীর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

 

উল্লেখ্য যে, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ এক অনন্য নাম। নিয়মশৃঙ্খলা, পাঠদান পদ্ধতি, একাডেমিক ফলাফল ও অন্যান্য শিক্ষা-সহায়ক কার্যক্রমে বিশেষ অবদানের সাথে এগিয়ে চলছে প্রতিষ্ঠানটি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল