• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কাজিপুরের মাথা গোঁজার ঠাঁই পেলেন ৩৫ পরিবার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১  

সারাদেশের সাথে কাজিপুরের ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাকা ঘরের চাবি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের সংযুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ কাজিপুরের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, ‘ মাননীয় প্রধানমন্ত্রী পিতার আদর্শকে বুকে ধারণ করে ছিন্নমূল মানুষকে দিলেন নিরাপদ আশ্রয়। দিলেন ঘরসহ জমি।’

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এবিএম আরিফুল ইসলাম, পিআইও একেএম শাহা আলম মোল­া,কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার। 

 

এছাড়া  কাজিপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।  

 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল