• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

রৌমারী সীমান্তে আবারো ৪০ প্যাকেট ধানবীজ আটক করল বিজিবি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০  

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আবারো ৪০ প্যাকেট ধানবীজ আটক করেছে বিজিবি। সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে  চোরাকারবারিরা বাংলাদেশ ও ভারত সীমান্তের ১০৬৩-৪ এস নং পিলার দিয়ে বিভিন্ন জাতের বোরো ধানবীজ পাচার করার সময় ধানবীজগুলো আটক করা হয়। 

 

উপজেলার সদর ইউনিয়নের বোল্লাপাড়া-বেপারীপাড়া ও ভারতের মানকারচর থানার  জোড়ডাঙ্গা সীমান্ত ১০৬৩-৪এস নং  পিলার  দিয়ে পাচার করার সময়  ২ কেজি ওজনের ৪০ প্যাকেট বিভিন্ন জাতের বীজ টহলরত বিজিবি সদস্যরা ধাওয়া করে আটক করেন।  পরে ধানবীজগুলি রৌমারী শুল্ক গুদামে জমা দেওয় হয়েছে। 

 

এলাকাবাসি অভিযোগ করেন ওই এলাকার কিছু অসাধু ব্যবসায়ীরা ডিজেল, সার ও কিটনাশক বিক্রির নামে ধানবীজ রৌমারী বাজারসহ বিভিন্ন বাজার থেকে গোপনে কিনে নিয়ে দোকানে জমা রাখে। পরে রাতের আধারে চোরাকারবারির কাছে বেশি দামে বিক্রি করে দেয়।

 

জামালপুর ৩৫ (বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল এস এম আজাদ ধান পাচারের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন আমরা শক্ত অবস্থানে আছি। 

 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল