• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সরব কাজিপুরে রাজ্যের নীরবতা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

যমুনা অধ্যূষিত কাজিপুর সব সময়ই সরগরম থাকে। এপার ওপার মিলে কাজিপুরের পৌণে চারলক্ষ জনগোষ্ঠির মানুষজন যখন ঈদ কিংবা পুজোর ছুটিতে বাড়ি ফেরে তখন কাজিপুরের রাস্তাঘাট মনে হয় একখন্ড ফার্মগেট কিংবা গুলিস্তান। 

 

কিন্তু সেই কোলাহলমুখর জনপদে এখন রাজ্যের নিরবতা। এবারের ১০ দিনের ছুটিতে গতকাল অনেকেই বাড়ি ফিরেছে। কিন্তু  করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে বাড়িতেই অবস্থান করছেন তারা। 

আত্মীয় পরিবার পরিজন কারো সাথেই দেখা করার চেষ্টা নেই কারোই। এমন কি শুক্রবারের নামাজে দেখা গেছে ভিন্ন চিত্র। অনেক মসজিদেরই মুসল্লীর সংখ্যা আগের তুলনায় অনেক কম। নামাজ শেষে নেই কোন কোলাকুলি। সবার চোখে মুখে এক অজানা আতঙ্কের ছাপ। কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগির অভাবে খালি পড়ে রয়েছে। করোনা আতঙ্কে  হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে না। বিভিন্ন ক্লিনিকে তারা চিকিৎসা নিচ্ছে।  

 

  প্রশাসনের কড়া নজরদারীতে কাজিপুর পৌর শহরসহ গ্রামাঞ্চলের বাজার এবং রাস্তাগুলো জনশূন্য হয়ে পড়েছে।  কাজিপুর পৌর সভার আলমপুর বাজারসহ ঝুঁকিপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও থানার অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 

 

এলাকার রাস্তাগুলোতে প্রশাসন ও পুলিশের রয়েছে কড়া নজরদারি। তৃতীয় দিনের মত বন্ধ রয়েছে হাট-বাজারসহ পাড়া মহল্রার দোকান। করোনা আতঙ্কে আশপাশের মানুষ ঘর থেকে বের হচ্ছে না বা বের হতে দিচ্ছে না পুলিশ। এ পর্যন্ত কাজিপুর উপজেলায় ২৭ জন কোয়ারেন্টিনে রয়েছে। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল