• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাঁশখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯  

 চট্টগ্রামের বাঁশখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় এক বিশাল র‌্যালী উপজেলা সদর প্রদক্ষিণ শেষে উপজেলা গ্রীনপার্ক কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। প্রধান আলোচক ছিলেন সহকারী পুলিশ সুপার (অানোয়ারা-বাঁশখালী) মফিজ উদ্দীন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী, থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম, ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, সরকারী আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ ইদ্রিস  সহ অন্যান্যরা।

 

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদারের সভাপতিত্বে থানা অফিসার ইনচার্জ তদন্ত (ওসি) কামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্টিত এ মতবিনিময় সভায় বাঁশখালী থানার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ থানা ও ওয়ার্ড কমিটির সদস্যগণ অংশ নেন।

 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল