• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নিখোঁজের ৯ দিনেও সন্ধান মেলেনি মঈনুদ্দিন হাসানের

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯  

মুহাম্মদ মঈন উদ্দীন হাসান (১৩) নামের হাফেজে কোরআন পড়ুয়া এক শিশু হারিয়ে গেছে। সে বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের পূর্ব শিলকুপ (জঙ্গল শিলকুপ) আদর্শ গ্রাম, ৯নং ওয়ার্ডের পিতা- মুহাম্মদ মুজিবুর রহমান ও মাতা- মোছাম্মৎ হাছিনা বেগমের দ্বিতীয় ছেলে।

 

সে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চৌমোহনী বাজার পুকুরিয়া মোখলেছিয়া এমদাদুল ইসলামিয়া বালক-বালিকা মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। গত ১৬ অক্টোবর সকাল ১০টার দিকে মাদরাসা থেকে বের হয়ে আর ফিরে আসে নাই।

 

অাত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তার পিতা গত ২১ অক্টোবর বাঁশখালী থানায় নিঁখোজের বিষয়ে সাধারণ ডায়েরী করেন। বাঁশখালী থানার সাধারণ ডায়েরী নং-৯৯৭। ছেলেটির বর্ণনায় তার গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, তার উচ্চতা আনুমানিক সাড়ে ৩ ফুট। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল রংয়ের জুব্বা, লুঙ্গি ও মাথায় সাদা জালি টুপি।

 

কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে তার বাবার (০১৩১০-৭৮১৪৩১; ০১৮১৪-৭৪২৯৬৫; ০১৮৪৩-২২৪৯৫৩) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল