• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শেরপুরে ৩য় আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯  

যুক্তিবান, সৃজনশীল, মননশীল জাতি গঠনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিকরণ ও নারীর ক্ষমতায়ন’ বিষয়ে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা। এতে শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন ও নালিতাবাড়ীর শহীদ আব্দুর রশীদ স্মৃতি মহিলা কলেজ রানারআপ হয়েছে। জেলার ৭টি কলেজের ৮টি বিতর্ক দল নিয়ে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ এবং আইইডি’র ইয়ুথ অ্যাজ চেঞ্জ এজেন্ট ফর সোসাল কোহেশন প্রকল্পের আয়োজনে শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে ২২ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী সনাতনি ধারার এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

 

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় সদর উপজেলার নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা বক্তব্য রাখেন। সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. লুৎফুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শাহ কামাল উদ্দিন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল