• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শাহজালাল বিমানবন্দরে ৮৫ লাখ টাকা মূল্যের পণ্য আটক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮৫ লাখ টাকা মূল্যের স্বর্ণ, সিগারেট, মেডিসিন ও মোবাইল উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। 

 

বুধবার (২৩ অক্টোবর) বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। 

 

ঢাকা কাস্টম হাউসের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টম কমিশনারের কাছে গোপনসূত্রে এক সংবাদ আসে। এর ভিত্তিতে বুধবার চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টম হাউসের কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। 

 

গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে ফ্লাইট নম্বর এসভি-৮০২ এর যাত্রী মো. হালিম, মো. ডালিম এবং মো. কাসেমকে তল্লাশি করে পণ্যগুলো পাওয়া যায়।   

 

পণ্যগুলোর মধ্যে রয়েছে ৯০০ গ্রাম স্বর্ণ, ১০ হাজার পিস বিদেশি মেডিসিন, ৩০টি মোবাইল ও ৮৩২ কার্টন বিদেশি সিগারেট।  

 

কাস্টম হাউসের কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, আটক পণ্যের বিষয়ে কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল