• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শেরপুরে জেন্ডার অ্যাডভোকেসি ডায়ালগ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯  

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষদের দায়িত্ব ও ভুমিকা শীর্ষক এক জেন্ডার অ্যাডভোকেসি ডায়ালগ হয়েছে শেরপুরে। ২৩ অক্টোবর বুধবার সদর উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব মিলনায়তনে ব্র্যাক জেন্ডার জাস্টিস এ ডাইভারসিটি কর্মসূচি এ ডায়ালগের আয়োজন করে।

এতে বলা হয়, লিঙ্গ পরিচয়ের জন্য জেন্ডারভিত্তিক সহিংসতা ঘটে থাকে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার ও কর্মক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নারী ও পুরুষের মিলিত সিদ্ধান্তকে মুল্যায়ন করতে হবে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন। ব্র্যাক জেলা প্রতিনিধি মো. আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল