• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

৮ দিনে ভার্চুয়ালি নিম্ন আদালতে ১৫ হাজার আসামির জামিন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১  

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে ভার্চুয়ালি আট কার্যদিবসে সারাদেশের নিম্ন আদালতে ১৫ হাজার ২১৭ কারাবন্দিকে জামিন দেয়া হয়েছে।
শুক্রবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত আট কার্যদিবসে ভাচুয়াল আদালতে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ২৬ হাজার ৮৪৮টি মামলায় শুনানি নিয়ে ১৫ হাজার ২১৭ জন আসামি জামিন পেয়েছেন।

মুহাম্মদ সাইফুর রহমান আরো জানান, ভার্চুয়াল শুনানি নিয়ে গত ১২ এপ্রিল ১ হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল ৩ হাজার ২৫৯, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল ১ হাজার ৮৪২, ১৯ এপ্রিল ১ হাজার ৬৩৫, ২০ এপ্রিল ১ হাজার ৫৭৬, ২১ এপ্রিল ১ হাজার ৩৪৯ ও ২২ এপ্রিল ১ হাজার ৫৯২ জন কারাবন্দি আসামিকে জামিন দেন নিম্ন আদালত।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ রোধে পুনরায় গত ১২ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি শুরু হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল