• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

৪০তম বিসিএস পরীক্ষা : মডেল টেস্ট - ৭

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯  

৪০তম বিসিএস পরীক্ষা : মডেল টেস্ট - ৭

৪০তম বিসিএস পরীক্ষা : মডেল টেস্ট - ৭

৪০তম বিসিএসে আবেদন করেছেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। বিসিএস আবেদনে রেকর্ড এটি। তুমুল প্রতিযোগিতামূলক পরীক্ষাটিতে টিকতে হলে চাই জোর প্রস্তুতি।

এদিকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এপ্রিলে হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। খুব বেশি সময় হাতে নেই। এই সময়টা কাজে লাগাতে পারলে প্রিলিমিনারিতে টিকে যেতে পারেন।

আপনার প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই ধারাবাহিক আয়োজন...

দৈনন্দিন বিজ্ঞান

১. কম্পিউটার সিস্টেম এ scanner একটি কোন ধরনের যন্ত্র?
ক) Input
খ) Out put
গ) উভয়ই
ঘ) কোনোটিই নয়

২. Order corporation- এর প্রতিষ্ঠাতা কে?
ক) Bill Gates
খ) Tim Cook
গ) Andrew S Grove
ঘ) Lawrence J. Ellison

৩. নিচের কোন বাক্যটি সত্য নয়?
ক) পদার্থের নিউক্লিয়াসে ও নিউট্রন থাকে
খ) প্রোটিন ধনাত্মক আধানযুক্ত
গ) ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত
ঘ) ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে

৪. Fourth Generation (4G) প্রথম চালু হয় কোন দেশে?
ক) রাশিয়া
খ) যুক্তরাষ্ট্র
গ) জাপান
ঘ) দক্ষিণ কোরিয়া

৫. প্রতিসরাঙ্কের মান যে দুটি নিয়ামকের উপর নির্ভরশীল--
ক) মধ্যমদ্বয়ের আকার ও আলোর রং
খ) মধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর রং
গ) মধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোক রশ্মি
ঘ) উপরের কোনটিই নয়

৬. লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?
ক) বোর- ১৯৬৩
খ) রাদারফোর্ড- ১৯১৯
গ) হাইগ্যান- ১৯৬১
ঘ) মাইম্যান- ১৯৬০

৭. প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন-
ক) চার্লস ব্যবেজ
খ) লাইবনিৎস
গ) জর্জ বুল
ঘ) ডরফেল্ট

৮. পাওয়ার থ্রেসার কি?
ক) দেহের প্রেসার মাপার যন্ত্র
খ) ধানমাড়াইয়ের মেশিন
গ) ধান শুকানোর মেশিন
ঘ) মরিচ ভাঙ্গানোর মেশিন

৯. ক্রনোমিটার কি?
ক) সময় মাপার যন্ত্র
খ) রাস্তা মাপার যন্ত্র
গ) পানি মাপার যন্ত্র
ঘ) উত্তাপ মাপার যন্ত্র

১০. মহাকাশযানকে উৎক্ষেপণ করার জন্য যে নীতির উপর ভিত্তি করে রকেট নির্মিত হয়, তা হল
ক) গতির প্রথম সূত্র
খ) গতির দ্বিতয়ি সূত্র
গ) গতির তৃতীয় সূত্র
ঘ) ভরবেগের নিত্যতার সূত্র

১১. নিচের কোনটি কৌণিক ত্বরেণর একক?
ক) রেডিয়ান/সে২
খ) ডিগ্রি/সে২
গ) গ্রেড/সে
ঘ) রেডিয়ান/সে

১২. ‘টু এভরি একশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অপজিট রিয়েকশন’-এ সূত্রটি কার?
ক) আইনস্টাইন
খ) নিউটন
গ) ফ্যারাডে
ঘ) আর্কিমিডিস

১৩. কোন বিজ্ঞানী গতির গানিতিক সুত্র আবিষ্কার করেন?
ক) নিউটন
খ) আর্কিমিডিস

গ) গ্যালিলিও
ঘ) আইনস্টাইন

১৪. লিফটে নিচের দিকে নামার সময় লিফটে দাড়ানো লোকের ওজন-
ক) কমে যায়
খ) বেড়ে যায়
গ) স্বাভাবিক থাকে
ঘ) শূন্য হয়ে যায়

১৫. দোলক ঘড়ি দ্রুত চলে---
ক) গ্রীষ্মকালে
খ) শরৎকালে
গ) হেমন্তকালে
ঘ) শীতকালে

উত্তর: ১.ক  ২.ঘ  ৩.ঘ  ৪.ঘ  ৫.খ  ৬.ঘ  ৭.ক  ৮.খ  ৯.ক  ১০.গ  ১১.ক  ১২.খ ১৩.ক  ১৪.ক  ১৫.ঘ

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল