• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

৩০ হাজার কিট দিয়ে করোনা যুদ্ধে বাংলাদেশের পাশে আলিবাবা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

সারাবিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস পরীক্ষার জন্য ৩০ হাজার কীট অনুদান দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীনের অনলাইন বিপণন আলিবাবা ও জ্যাক মা ফাউন্ডেশন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে এই কিট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের চীনা দূতাবাস।

এর আগে বৃহস্পতিবার বিকেলে চীন সরকারের পক্ষ থেকে করোনাভাইরাস শনাক্তের জন্য ১০ হাজার কিট, ১০ হাজার পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও এক হাজার থার্মোমিটার ঢাকায় আসে। বিশেষ বিমানে আসা এসব সরঞ্জামের বক্সের গায়ে লেখা ছিল ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে।’

 

করোনাভাইরাস পরিস্থিতি সৃষ্টির পর প্রথম দফায় দুই হাজার কীট ও চিকিৎসাসামগ্রী দিয়েছিল চীন। সব মিলিয়ে চীন থেকে প্রায় ৪২ হাজার কীট এসেছে।

 

এর আগে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশকে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছিলেন অনলাইন শপ আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

 

সেখানে তিনি লেখেন, ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তা পোশাক, ভেন্টিলেটর এবং থার্মোমিটার করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্ন দেশে অনুদান হিসেবে দেয়া হবে।

 

বাংলাদেশের পাশাপাশি এসব সরঞ্জাম শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, মঙ্গোলিয়া, কম্বোডিয়া ও লাওসকে দেয়া হচ্ছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল