• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

১৪৪ ধারা অমান্য করে কালিহাতীতে ভবন নির্মাণের অভিযোগ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ মার্চ ২০২০  

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ভূইয়া কামার্থী গ্রামে ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলার পৌরসভার ভূইয়া কামার্থী গ্রামের মৃত ভোলা খানের ছেলে মো. হানু খান এর কামার্থী মৌজায় দাগ নং ৫০৪ ও ৫০৫ এর ১৬ শতাংশ ও ১০ শতাংশসহ ২৬ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী জাহারি খার ছেলে আমন আলী খা, ছামান আলী খান, কোরান আলী খা, মৃত. জিন্নত খার ছেলে সিদ্দিক খা এর সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।

স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য বৈঠক হলেও কোন সমঝোতা না হওয়ায় হানু খান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারার একটি মামলা (পিটিশন নং ১১২/২০২০) দায়ের করেন।

আদালত বিষয়টি পর্যালোচনা করে বিরোধপুর্ণ ওই জমির উপর ১৪৪ ধারা জারি করেন।

আদালতের আদেশ অনুযায়ী কালিহাতী থানা পুলিশ বিরোধপূর্ণ ওই জমিতে উভয় পক্ষকে শান্তি শৃংখলা রক্ষার্থে ১৪৪ ধারা নোটিশ প্রদান করেন। কিন্তু আদালতের ওই আদেশ অমান্য করে প্রতিপক্ষের লোকজনরা বিরোধপুর্ণ ওই জমিতে একটি পাকা দালান নির্মার্ণের চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে প্রতিপক্ষ ও ভবন নির্মাণকারী আমান আলী খা বলেন, আমরা পৌরসভার মেয়রের কাছ থেকে ভবন নির্মাণের জন্য অনুমতি নিয়েছি।

অথচ কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বার জানান, আমি ভবন নির্মাণের জন্য তাদেরকে কোন প্রকার অনুমতি দেইনি। আমার পৌরসভা থেকে শুধুমাত্র জমিটি পরিমাপ করে নকশা করে দেয়া হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল