• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

স্পেনের মূলধারার রাজনীতিতে রয়েছে বাংলাদেশিরা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০  

ইউরোপের রাজনীতিতে বাংলাদেশিদের অবস্থান ভালো ভাবেই এগিয়ে যাচ্ছে! ব্রিটেন,আয়ারল্যান্ড, নরওয়েতে আছে বেশ কয়েক বছরের আধিপত্য। এরই মধ্যে ব্রিটেনের পার্লামেন্টে বাংলাদেশিদের রয়েছে শক্ত অবস্থান। এছাড়া নরওয়ের পার্লামেন্টে বেশ কয়েক বছর ধরে সংসদ সদস্য আছেন একজন বাংলাদেশি।
ইউরোপের অত্যন্ত সমাজতন্ত্রবাদী ও রক্ষণশীল রাজনৈতিক কাঠামোর দেশ স্পেন। আয়তনের বিচারে রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের পরে স্পেন ইউরোপের ৪র্থ বৃহত্তম দেশ।

উদার গণতন্ত্র ব্যবস্থার বিশ্বে পশ্চিম ইউরোপের দেশগুলোতে অভিবাসীরা প্রবেশ করছেন রাজনৈতিক কাঠামোর মধ্যে! তারপরও অনেকগুলো দেশ অভিবাসীদের সহজ ভাবে গ্রহণ করতে পারে না, তার মধ্যে স্পেন অন্যতম।

স্পেনে প্রায় চল্লিশ হাজার বাংলাদেশি বাস করে। নিজেদের মধ্যে রাজনৈতিক আগ্রহের কারণে স্পেনের রাজধানী শহর মাদ্রিদ ও পর্যটন নগরী বার্সেলোনায় আছে বাংলাদেশি মূলধারার রাজনৈতিক সংগঠন। বেশ সরব অবস্থায় আছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি কমিটি।  তবে স্পেনের মূল ধারার রাজনীতিতে বাংলাদেশিদের অবস্থান খুবই নাজুক। অথচ বর্তমানে প্রায় বেশ কয়েক হাজার স্প্যানিশ পাসপোর্টধারী রয়েছেন যারা দেশটির মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা লাভের সক্ষমতা রয়েছে।

স্পেনের মূল ধারার অন্যতম সম্ভাবনাময় রাজনীতিক সংগঠন সিউদাদানোস পার্টিতে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন বাংলাদেশি ব্যাবসায়ী স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি রাসেল হাওলাদার। স্পেনে বাংলাদেশিদের ইতিহাসে প্রথম বারের মতো বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে যথেষ্ট উচ্ছ্বাস। গত ২৪শে নভেম্বর কাতালান সংসদে গিয়ে দলের রিজুনাল ডেপুটি লিডার ও সংসদের ডেপুটি প্রধান সুসানা বেলট্রান গার্সিয়ার সঙ্গে সাক্ষাত করে আনুষ্ঠানিকভাবে রক্ষণশীল সিউদাদানোস পার্টির কার্যক্রমের সঙ্গে যুক্ত হন।

দলটি স্পেনে অন্যান্য দলের তুলনায় নতুন হলেও রাজধানী শহর মাদ্রিদ ও পর্যটন নগরী বার্সেলোনায় তাদের রয়েছে শক্ত অবস্থান। 
এরই মধ্যে সিউদাদানোস পার্টি থেকে। দেশটির রাজধানী মদ্রিদ সিটি কর্পোরেশন এর নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন। স্পেনের কাতালান রাজ্যে গত সংসদ নির্বচনে ১৩৬ টি সদস্য পদের মধ্যে ৩৬ টি আসন সিউদাদানোস পার্টির দখলে। তারা এই রাজ্যে সবচেয়ে বেশি আসন প্রাপ্ত দল।

১৮ বছর ধরে স্পেনে বসবাসরত স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি এবং কাসা ই কুইনা গ্রূপের চেয়ারম্যান রাসেল হাওলাদারের বাংলাদেশ ও স্পেনে রয়েছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। ৪৭ বছর বয়সী রাসেল হাওলাদারের ইচ্ছা কমিউনিটির মানুষের সেবা করা। বিগত সময়ে সম্পর্ক ও আস্থার প্রতিদান দিয়ে বার্সেলোনায় বাংলাদেশিদের উন্নয়নে ও বাংলাদেশিদের বিভিন্ন দাবিদাওয়া তিনি সরকারের উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করেছেন।

রাসেল হাওলাদারে বলেন, স্পেনের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি মেধাবীরা প্রবেশ করলেই সাধারণ মানুষের উপকার করা সম্ভব। মূল ধারার রাজনীতিতে বাংলাদেশিরা অনেক পিছিয়ে আছে তাই যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিরা এগিয়ে আসলে আগামীতে স্পেনের সংসদে ও দেখা যেতে পারে  বাংলাদেশিদের।

বাংলাদেশি অধ্যুষিত মাদ্রিদ ও বার্সেলোনা সিটিকর্পোরেশন এর অধীনে বেশ কয়েকটি মিউনোসিপল সিটি রয়েছে। আগামীতে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য পদের জন্য নির্বাচনে একাধিক বাংলাদেশি প্রার্থী ও দেখার সম্ভাবনা রয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল