• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সোনালি ধানে ভরেছে কৃষকের ঘর

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯  

বাতাসে এখন শীতের পরশ। মাঠের পর মাঠ জোড়া সবুজ ধানের শীষগুলোতেও এখন সোনা রঙের হাসি। শেষ অগ্রহায়ণের সোনালি রোদে সেই হাসি আরও ঝলমল করে ওঠছে। অনেক মাঠেই কাস্তে নিয়ে ধান কাটার উৎসবে নেমে পড়েছেন কৃষক। ফুরফুরে মনে ফসল উঠানে তুলছেন তারা। এ বছর আবহাওয়া ও পরিবেশ প্রতিকূলে থাকা সত্ত্বেও ধানের ফলন অনেক ভালো হয়েছে। ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর, নারায়নপুর, জগতপুর, সিন্ধুরপুর, রাজাপুর, রাম নগর, মাতুভূঞা ও জায়লস্কর গ্রাম ঘুরে দেখা গেছে, কুয়াশা মাখা ভোর থেকে দলবেঁধে আইল ধরে কৃষক ছুটছেন জমিতে। কয়েকটি ফসলের মাঠে দলবেঁধেই কাস্তে হাতে নেমে পড়ছেন তারা। ধান কেটে আটি বেঁধে রাখছেন ক্ষেতের মাঝেই। বিকেল থেকেই সেই আটি বোঝা বেঁধে মাথায় করে বাড়ি নেয়া শুরু।   উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ জানান, ৮ হাজার ২৯৫ হেক্টর জমিতে এ বছর আমন চাষ করা হয়েছে। এরইমধ্যে বিআর-১১,২২,২৩, ব্রি ধান-৪৪,৪৯, ৫১, ৫২, ৬২,৭২, ৭৩, ৭৬,৮০,৮৭ বিনা ধান-৭,১৭ সহ স্থানীয় কিছু বাজাল, কালো জিরা জাতের ধান চাষ করা হয়েছে। ২৫টি ব্লকের মধ্যে সবগুলো ব্লকে ধান কাটা মাত্র শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, অন্য বছরের তুলনায় এ বছর আমন ফসল অনেকটাই ভালো। পোকামাকড় ও রোগবালাই আক্রমণ ছিল কম। তারপর কোনো সমস্যা দেখা গেলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে অবহিত করা হতো। উপ-সহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে সঙ্গে পরামর্শ দিয়ে সব সমস্যার সমাধান করে দেয়। যেজন্য উপজেলার মাঠে মাঠে কৃষিতে বিল্পব ঘটে। রাম নগর গ্রামের কৃষক আব্দুল ওয়াদুদ বলেন, এবার ২ বিঘা জমিতে ব্রি ধান-৫২ জাতের ধান লাগিয়ে ছিলাম। ফলন ভালো হয়েছে। চলতি বছর ধানের ছড়া বের হওয়ার মুখে ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানে। এতে ফসলহানির আশঙ্কাও করেছিলাম। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের পরেও ধানের বাম্পার ফলন দেখে খুশি আছি। পূর্ব চন্দ্রপুর গ্রামের কৃষক ওমর ফারুক ভালো ধান হওয়ায় ভীষণ খুশি। তিনি বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে ৩ বিঘা জমিতে জিংক সমৃদ্ধ জাতের ব্রি ধান ৬২ চাষ করেছি। ধানের ফলন বেশ ভালো। ধান দেখে কাটতে ভালো লাগছে।   তিনি আরো বলেন, কৃষি বিভাগ ধানের জমিতে নমুনা শস্য কর্তন করেছিলেন ২০ বর্গমিটারে ধান পেয়েছে ৯.৭৫৫ কেজি (কাঁচা), হেক্টরে না কি ৪.৪২ মে.টন (শুকনা) ধান হবে। মাত্র ১০৪ দিনে তো ভালো ফলন পাবো। তারপর এ জমিতে সরিষা চাষ করবো। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাফিউল ইসলাম বলেন, চলতি আমন মৌসুমে ও গত বছরের তুলনায় এ বছর ও ফসলের লক্ষমাত্রা ছড়ানোর জন্য আমরা কৃষকদেরকে নতুন নতুন জাতের ধান চাষ করার জন্য পরামর্শ দিয়েছি। কৃষি বান্ধব সরকার কৃষি উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। আমন ধানের বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকদের সবসময় সার্বিক সহযোগিতা করছি। এবার সরকারী খাদ্য গুদাম ৮৮৫ মেট্টিক টন ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমনের উৎপাদক কৃষকের তালিকা তৈরি করা হয়েছে এসব ধান বিক্রি করতে পারলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে।
আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল