• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সূচকের উত্থানে লেনদেন শুরু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

আগের দুই দিনের বড় পতনের ধাক্কা কাটিয়ে বুধবার উত্থানে ফিরেছে সূচক। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৮২ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আজ বেলা ১১টা ৪১ মিনিটে ডিএসইতে ৮২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৯টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

 

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৮২ পয়েন্টে।

 

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ১২১ পয়েন্ট বেড়ে  ১২ হাজার ৪১৬ পয়েন্টে অবস্থান করছে।

 

এই সময়ে সিএসইতে  ১৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল