• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সারাদেশের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ আগস্ট ২০২০  

সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুলের অর্ধেক শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী দিপু মনি। দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা ছিল না। অবশেষে সে জটিলতা কাটলো। সহকারী শিক্ষক পদে যোগদানের ১০ বছর পর সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি পাবেন তারা।

 

সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনী চূড়ান্তকরণের এক সভায় এমন তথ্য জানিয়েছেন ডা. দীপু মনি। তিনি জানিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুলের ৫০ শতাংশ সহকারী শিক্ষককে পদোন্নতি দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

 

জানা গেছে, এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলে যোগদান করা সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে পদোন্নতি পাচ্ছিলেন না। তাদের পদোন্নতি কোনো ব্যবস্থা ছিল না। দশ বছর চাকরির পর তারা সহকারী প্রধান শিক্ষক হওয়ার জন্য আবেদন করতে পারতেন। তবে সেই জটিলতা এবার কাটছে। ৫০ শতাংশ সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেয়া হবে।

 

এ বিষয়টি নিয়ে নীতিমালা সংশোধনী চূড়ান্তকরণের সভায় আলোচনা হয়েছে। চাকরি ১০ বছর পূর্তিতে এমপিওভুক্ত স্কুলের অর্ধেক শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি বিধান রেখে এমপিও নীতিমালা সংশোধন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল