• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সামাজিক ব্যাধিরোধে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে: দীপু মনি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০  

বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সামাজিক ব্যাধিরোধে শিক্ষকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হবে। শিক্ষা কারিকুলামেও তা অন্তর্ভুক্ত করা হচ্ছে। 

শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক ব্যাধিগুলো শুধুমাত্র নৈতিক শিক্ষা বা আইন দিয়ে দূর করা সম্ভব নয়। এ জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। মানুষের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়ে শিশুকে ছোট থেকেই শিক্ষা দিতে হবে। সমাজে এসব অপরাধের বিচারের জন্য আইনি ব্যবস্থা আরো সুসংহত হয়েছে, তার প্রয়োগও সঠিক ও কঠোরভাবে করার ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

এর আগে, শিক্ষামন্ত্রী চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু মো. ইউসুফ গাজী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল