• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সামাজিক দুরত্ব বজায় না রাখায় দেলদুয়ার হাট বন্ধ!

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০  

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় না রাখায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

 

মঙ্গালবার ২৮ এপ্রিল হাট বসে। রোজা উপলক্ষে বেলা বারোটার দিকে মাছ, সবজি, নিত্য প্রয়োজনীয় পন্য নিয়ে কৃষক ও ক্ষুদে ব্যবসায়ীরা পন্য সাজিয়ে বসেন। হঠাৎ মোবাইল কোর্ট নিয়ে হাটে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহিদ চৌধুরী। এসময় এলাকাবাসী সামাজিক দুরত্ব বজায় না রাখায় বন্ধ করে দেন হাট। ফলে কেনা কাটা করতে আসা জনগন খালি ব্যাগ নিয়ে ফিরে যান।

 

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহিদ চৌধুরী বলেন, সামাজিক দূরত্ব না মানায় হাট বন্ধ করে দেয়া হয়েছে। ৭ মে পর্যন্ত আমাদের কাছে নির্দেশনা রয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল