• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সরিষাবাড়ীতে উন্নয়নের তিলোত্তমা পৌরসভা গড়বো আমরা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি বলেছেন, সরিষাবাড়ী পৌরসভাকে উন্নয়নের তিলোত্তমা পৌরসভা হিসাবে আমরা দেখতে চাই। সেবার মান পৌর নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের আহ্বান জানান তিনি।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১ মার্চ দুপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভার ক্যাম্পাসে নব-নির্বাচিত পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, মহান ভাষার মাস ও স্বাধীনতার মাসে আমরা আরও একটি বিজয় অর্জন করেছি। স্বাধীনতাবিরোধীদের দোসর বিএনপি-জামাতকে পৌরবাসী ভোটের মাধ্যমে প্রত্যাখান করেছে। সরিষাবাড়ী পৌরসভায় বিগত ৩০ বছরে চোখে পরার মতো কোন উন্নয়ন হয়নি। তারা জনগণের সেবা বঞ্চিত করে অর্থ লুটপাট করেছে। গত ৫ বছরে আওয়ামী লীগের যে মেয়র ছিলেন সেও কোন উন্নয়ন করতে পারেনি। আগামী দিনে এই পৌরসভার জলাবদ্ধতা নিরসণসহ সকল উন্নয়ন যাতে সঠিকভাবে হয় সে দিকে মেয়র ও কাউন্সিলরদের দৃষ্টি রাখতে হবে। উন্নয়নের কাজে সকল ধরনের সহায়তার আশ্বাস দেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি।

পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফর আহম্মদ শীশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগনেতা ফজলুল হক প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আলী নবনির্বাচিত মেয়র মো. মনির উদ্দিনকে দ্বায়িত্ব বুঝিয়ে দেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল