• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সরকার সবার কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে -কৃষিমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০  

বৈশ্বিক মহামারি করোনার এই দুর্দিনে সরকার সবার কাছে ত্রাণ পৌঁছে দিতে সাধ্যমত চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

 

তিনি বলেন, পর্যাপ্ত ত্রাণ রয়েছে, পর্যায়ক্রমে সবাই সহায়তা পাবেন। ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করতে হবে। এই সরকার জনবান্ধব ও গণমুখী। সরকার সব সময় আপনাদের পাশে আছে।

 

বুধবার ২২ এপ্রিল টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণের সময় এ কথা বলেন তিনি।

 

দুপুরে কৃষিমন্ত্রী ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের উদ্যোগে কলেজ মাঠে আরও ৩০০ দরিদ্রও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

 

এছাড়া বিকালে মন্ত্রী টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ২৫০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ করেন।

 

এর আগে ধনবাড়ী উপজেলা মিলনায়তনে তিনি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে করোনা প্রতিরোধ, ত্রাণ বিতরণ এবং ধানকাটা বিষয়ে মতবিনিময় করেন।

 

সভায় মন্ত্রী করোনা মোকাবিলায় সরকারের নির্দেশ সঠিকভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়নে সকলকে এক যোগে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকার ত্রাণ বিতরণে অনিয়মরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ইতিমধ্যে ত্রাণ বিতরণে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এই দুঃসময়ে- মহাদুর্যোগে মানবিকতা ভুলে যারা ত্রাণবিতরণে অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল