• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সচিবদের জন্য জ্বালানি তেলের প্রাপ্যতা বৃদ্ধি পেলো

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

দেশের সিনিয়র সচিব, সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাদের বাংলাদেশ সরকারের বরাদ্দ করা গাড়ির জন্য জ্বালানি তেলের প্রাপ্যতা বাড়িয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আগে এই কর্মকর্তারা সর্বোচ্চ ১৮০ লিটার পেট্রোল বা ২৭০ ঘনমিটার সিএনজি পেতেন। নতুন নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রোল বা ৩৫৮ ঘনমিটার গ্যাস পাবেন।

 

আদেশে বলা হয়, সার্বক্ষণিক গাড়ি প্রাধিকারপ্রাপ্ত সরকারের সিনিয়র সচিব, সচিব ও সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাদের জন্য সরকারের বরাদ্দ করা গাড়ির বিপরীতে জ্বালানি তেল বা সিএনজির প্রাপ্যতা সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রোল বা অকটেন অথবা ৩৫৮ ঘনমিটার সিএনজি পুনর্নির্ধারণ করা হল।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল