• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ পেতে বিসিডিপি গঠন করবে সরকার রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা ২৫ এপ্রিল থেকে শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন স্বনির্ভর দেশ গড়তে প্রাণি সম্পদের উৎপাদন বাড়াতে হবে ঝালকাঠিতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন আমু শিক্ষা প্রতিষ্ঠান ফান্ডের অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা হবে সরকার প্রাকৃতিক সম্পদের হিসাব প্রণয়নের উদ্যোগ নিয়েছে বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে জাতির পিতার সমাধিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের শ্রদ্ধা

সখীপুরে লেবু চাষ করে শতাধিক কৃষকের ভাগ্য বদল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ মে ২০২০  

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দিন দিন লেবু চাষে ঝুঁকছে কৃষকরা। অধিক লাভজনক হওয়ায় লেবু চাষ করে উপজেলার শত শত কৃষকের ভাগ্যের চাকা বদলে গিয়েছে।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ৬০ হেক্টর জমিতে লেবু চাষ হয়েছে। লেবু চাষ খুবই লাভজনক। লেবুর পাশাপাশি মাল্টাও চাষ হচ্ছে। চাষিদের কাছে লেবু এখন অর্থকরী ফসল হিসেবে পরিচিত। লেবু যেন কৃষকের ভাগ্য পরিবর্তনের ফসল। অন্যান্য বছরের তুলনায় লেবু চাষিরা এবার লাভবান হচ্ছে তিনগুণ বেশি। চলতি মৌসুমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ভিটামিন সি সমৃদ্ধ ফল লেবুর চাহিদা বেড়ে যায় সারা দেশে। মূল্য বেড়ে যাওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। একটি লেবু সর্বোচ্চ ১২ থেকে ১৪ টাকায় বিক্রি হয়েছে চলতি মৌসুমে। সর্বনিন্ম ৬ থেকে ৭ টাকায় একটি লেবু বিক্রি হয়েছে। পবিত্র রমজান মাসে লেবুর দাম ওঠানামা করছে।

 

লেবু চাষি মোসলেম উদ্দিন জানান, যারা ২ থেকে ৩ বিঘা জমিতে লেবু চাষ করেছেন তারা প্রতিদিন ১০ থেকে ২০ হাজার টাকার লেবু বিক্রি করেন। প্রথমদিকে একশ লেবু বিক্রি হয়েছে ৬-৭ শত টাকায়। এখন বিক্রি হচ্ছে চারশ থেকে সাড়ে চারশ টাকায়। এক বিঘা জমিতে লেবু থাকলে প্রতিদিন কমপক্ষে ১ হাজার লেবু তোলা যায়। যারা দু চার কাঠা লেবু চাষ করছে সংসারে তাদের কোনো অভাব নেই। যারা আরও বেশি চাষ করছে বদলে যাচ্ছে তাদের ভাগ্যের চাকা। অধিক লাভজনক হওয়ায় লেবু চাষ করে খুশি এলাকার কৃষকরা।

 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরুল ইসলাম বলেন, লেবু চাষে ঝুঁকি কম লাভ বেশি। লেবু চাষের পাশাপাশি লেবু জাতীয় ফসল যেমন মাল্টা চাষের জন্য কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আদা, হলুদ, ভুট্টা, চাষ করার জন্যও পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল