• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে ব্যাংক জালিয়াতি চক্রের দুই জনকে আটক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ মার্চ ২০২০  

টাঙ্গাইলের সখীপুরে ব্যাংক জালিয়াতির ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে ব্যাংক কর্মকর্তারা। সোমবার (৯ মার্চ) বিকালে বাংলাদেশ কৃষি ব্যাংক তক্তারচালা শাখায় ব্যাংক জালিয়াতির ঘটনা ঘটে। ওই শাখার ব্যবস্থাপক আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, জালিয়াতিচক্র ভূয়া আইডি কার্ড ব্যবহার করে ওই শাখায় সোহাগ নামে একটি হিসাব খোলে। সোমবার (৯ মার্চ) দুপুরে চেকের মাধ্যমে ব্যাংকের অন্যান্য স্টাফদের সীল স্বাক্ষর জাল করে ক্যাশিয়ারের নিকট থেকে এসবিডি ৪৩৮৭২১৩ নং চেকের মাধ্যমে ৫৮৩৯ নং একাউন্ট থেকে ৪ লাখ টাকা উত্তোলন করে চলে যায় এবং পরবর্তীতে এসবিডি ৪৩৮৭২১৪নং চেকের মাধ্যমে ৫৮৫৯নং একাউন্ট থেকে পূনরায় তিন লাখ টাকার চেক নিয়ে ব্যাংকে এসে হাজির হয়।

এসময় এক কর্মকর্তার সন্দেহ হলে তাদেরকে আটক করে এবং চার লাখ টাকা উদ্ধার করে। অবস্থা বেগতিক দেখে জালিয়াত চক্রের একজন পালিয়ে যেতে সক্ষম হয়। বাকী দুইজনকে আটক করে।

আটককৃতরা হলো-মাদারীপুর জেলার মৃত শামসুর ছেলে সোহাগ (৩৩) ও সৈয়দ আলী ব্যাপারীর ছেলে রোকন ব্যাপারী (২৪) এবং পালিয়ে যাওয়া ব্যক্তি ভূইয়া শেখ এর ছেলে নাহিদ শেখ(২৭)। তবে এ জালিয়াতিচক্রের সাথে ব্যাংক স্টাফ বা অন্য কেউ জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ কৃষি ব্যাংক তক্তারচালা শাখার ব্যবস্থাপক আব্দুল লতিফ মিয়া বলেন, জালিয়াতিচক্র কিভাবে একাউন্ট খুলেছে তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সখীপুর থানার এসআই সুকান্ত রায় বলেন, আটক ব্যাংক জালিয়াতিচক্রের সদস্যদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল