• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে বাল্যবিয়ের আয়োজন করার দায়ে মেয়ের বাবাকে জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

টাঙ্গাইলের সখীপুরে এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বাল্যবিয়ের আয়োজন করার দায়ে মেয়ের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন।

আদালত জানায়, উপজেলার যাদবপুর ইউনিয়নের ঘেচুয়া ছাপড়া গ্রামের সোহেল রানার মেয়ে বিথী আক্তারের (১৬) সাথে তক্তারচালা গ্রামের এক ছেলের সাথে বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে অভিযান চালায়। ঘটনার সততা পাওয়া মেয়ের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করে বাল্যবিয়েটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে যায়। আমাদের যাওয়ার বিষয়টি ছেলে পক্ষের লোকজন খবর পেলে তাদের পাওয়া যায়নি। পরে মেয়ের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল