• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে বাল্যবিয়ের অপরাধে কাজী‌কে জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ মার্চ ২০২০  

টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ের অপরাধে যাদবপুর ইউনিয়নের কাজী‌ এবং ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি হেলাল উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী ম্যাজি‌স্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ জরিমানার আ‌দেশ দেন।

জানা যায়, গত সোমবার(৯ মার্চ) উপজেলার বোয়ালী গ্রামের সিরাজ মিয়ার প্রবাসী ছে‌লে রফিকুল ইসলামের সঙ্গে নবম শ্রেণির এক ছাত্রীর চার লাখ টাকা দেনমোহর ধার্য করে বি‌য়ে হয়। উপজেলার যাদবপুর ইউনিয়নের কাজী হেলাল উদ্দিনের রেজিস্ট্রি বই এনে তার সহকারী ও বোয়ালী ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক নাসির উদ্দিন ওই বিয়ের রেজিস্ট্রি করেন। কাজী হেলাল যাদবপুর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি।

ইউএনও আসমাউল হুসনা লিজা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গতঃ ওই বাল্য‌বি‌য়ের দায়ে কাজীর সহকারী (সাব কাজী) নাসির উদ্দিনকে এক বছর, বর রফিকুল ইসলাম, বরের বাবা সিরাজ মিয়া এবং চাচা আলম মিয়াকে ছয় মাস করে কারাদণ্ড দেন। অন্য‌দি‌কে কনের মা, কনের দাদা, কনের বড়ভাই ও কনের খালাতো ভাইকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল