• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে পাহাড় কাটার ভেকু ধ্বংশ করলো ভ্রাম্যমাণ আদালত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০  

টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে পাহাড় কাটার ভেকু নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার বহেড়াতৈল গ্রামের ডাবাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার ডাবাইল গ্রামে পাহাড় কেটে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রির অপরাধে একটি ভেকু বিনষ্ট করা হয়। এসময় ভেকুর কাজে সহযােগিতা করায় ওই এলাকার কামাল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)ও হা-মীম তাবাসসুম প্রভা জানান, বালু মহল ও ব্যবস্থাপনা আইনে এ দন্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল