• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

সখীপুরে ত্রাণের চাল আত্মসাৎ: মহিলা মেম্বরের বিরুদ্ধে দুদকের মামলা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ জুন ২০২০  

খাদ্যবান্ধব কর্মসূচির ২৪০ কেজি চাল আত্মসাতের দায়ে টাঙ্গাইলের সখীপুরের সদর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্র্য্য জানান, গতকাল বৃহস্পতিবার দুদকের টাঙ্গাইলের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রাজু মো: সারওয়ার হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার ফজিলা ক্ষমতার অপব্যবহার করে ভিজিডি কর্মসূচির মোট আট বস্তা বা ২৪০ কেজি চাল আত্মসাৎ করেন। ফলে দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়।

 

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীন খাদ্যবান্ধব কার্যক্রমের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও ইউপি সচিবসহ সংশ্লিষ্টদের মোট ১৫টি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল