• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে ছয় গুণীজনকে সম্মাননা প্রদান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১  

টাঙ্গাইলের সখীপুরে সাপ্তাহিক সখীপুর বার্তা পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্পাদক শাকিল আনোয়ারের সাংবাদিকতার তিন দশক পূর্তি অনুষ্ঠানে উপজেলার ছয় গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

এবছর রাজনীতিতে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানে আবু হানিফ আজাদ, শিক্ষা বিস্তারে আবদুর রাজ্জাক বিএসসি, সাংবাদিকতায় (মরণোত্তর) মোসলেম আবু শফী, নারী নেতৃত্বে মুসলিমা খাতুন, কৃষি উদ্যোক্তা লেবু ও মাল্টা চাষি মোসলেম উদ্দিন সম্মাননা পেয়েছেন।
 
অনুষ্ঠানে নাট্যজন আলী হাসানের সভাপতিত্বে সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, সখীপুর থানার ওসি একে সাইদুল হক ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান, অধ্যক্ষ সাঈদ আজাদ, প্রেসক্লাব সভাপতি ও সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার, সহ-সভাপতি মতিউর রহমান, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন বিশ্বাস, সখীপুর বার্তার বার্তা সম্পাদক সাইফুল ইসলাম সানি প্রমুখ বক্তব্য দেন।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সখীপুর প্রতিনিধি মোজাম্মেল হক সজল।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল