• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ছাত্রকে এক বছরের কারাদণ্ড

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ জুলাই ২০২০  

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রাজিব সিকদার (২৩) নামক এক কলেজ ছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার বিকেলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ দণ্ডাদেশ দেন। রাজিব সিকদার উপজেলার গজারিয়া গ্রামের মৃত হাতেম আলী সিকদারের ছেলে।

 

জানা যায়, পাশ্ববর্তী মুচারিয়া পাথার গ্রামের এসএসসি পাশ এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল বখাটে রাজিব সিকদার। এ নিয়ে স্থানীয়ভাবে প্রতিহত করার চেষ্টা করে ব্যর্থ হন। সর্বশেষ গত ১৩ জুলাই সোমবার বিকেলে বখাটে রাজিব ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিলে মেয়েটির পরিবার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। পরে মঙ্গলবার ওই বখাটেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, উত্ত্যক্তের দায় স্বীকার করায় রাজিব সিকদার নামের এক কলেজ পড়ুয়া ছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল