• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত, বখাটের কারাদণ্ড

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ মে ২০২১  

টাঙ্গাইলের সখীপুরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মনিরুল ইসলাম (২১) নামের এক বখাটেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ মে) সন্ধ্যায় আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী এ আদালত পরিচালনা করেন।

মনিরুল ফুলবাড়িয়া উপজেলার বেরিবাড়ি এলাকার আমির হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে উপজেলার সরকারি মুজিব কলেজ রোড়ে ব্যবসা করে আসছিল।

সখীপুর থানার উপ-পরির্দশক (এসআই) মনিরুজ্জামান জানান, ওই কলেজ ছাত্রীকে বখাটে মনিরুল দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এর ধারাবাহিকতায় সে সোমবার দুপুরেও ওই ছাত্রীরকে ইভটিজিং করে। পরে স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনকে খবর দেয়।

আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী বলেন, কলেজ ছাত্রীকে ইভটিজিং করার বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের কাছে মনিরুল স্বীকার করে। পরে আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল