• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে কলা গাছের শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১  

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলা গাছের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো টাঙ্গাইলের সখীপুরের শিশুরা। এ উপলক্ষে রোববার সকালে উপজেলার আড়াইপাড়া গ্রামের শিশুরা কলা গাছ দিয়ে প্রতীকী শহীদ মিনার নির্মাণ করে। শুধু ওই এলাকা নয় দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন গ্রামের শিশুরাও কলা গাছের শহিদ মিনারে শ্রদ্ধা জানায়।
 
ওইসব শিশুদের সাথে কথা বলে জানা যায়, বই পড়ে মাতৃভাষা দিবসের ইতিহাস জানতে পেরে ভাষা শহীদদের প্রতি এভাবেই গভীর শ্রদ্ধা জানায় তারা। গ্রামাঞ্চলে স্থায়ী কোনো শহীদ মিনার না থাকায় এবং বিদ্যালয়ের দূরুত্ব হওয়ায় কলা গাছের অস্থায়ী শহীদ মিনারে তার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

ওই গ্রামের ৭ম শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ভাষা আন্দোলনের বিষয়ে বই পড়ে ইতিহাস জেনেছি। আমরা কয়েক বছর ধরে টিফিন ও অন্যান্য বাঁচিয়ে সেই টাকা দিয়ে ফুল কিনে কলা গাছের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে আসছি।
 
একই এলাকার ৫ম শ্রেণির শিক্ষার্থী রাতুল বলেন, ভাষা শহীদদের সম্মানে বন্ধুরা মিলে শহীদ মিনার বানিয়েছি। সে মিনারে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।
 
এ বিষয়ে কালিয়া ইসলামীয়া সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক ও সাংবাদিক সাজ্জাত লতিফ বলেন, ভোরে শহীদ মিনারে ফুল দিতে প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বের হই। যাওয়ার পথে দেখি ওইসব শিশুরা কলা গাছের প্রতীকী শহীদ মিনারে শ্রদ্ধা যানাচ্ছে। এটি দেখে আমিও তাদের সাথে ভাষা শহীদদের সম্মানে শ্রদ্ধা জানাই। মাতৃভাষা দিবসে কোমলমতি শিশুদের এ ভালবাসা সত্যিই অসাধারণ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল