• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্প্রে কার্যক্রম

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

করোনা ভাইরাস প্র‌তি‌রো‌ধে টাঙ্গাইলের সখীপুরে তরল জীবাণুনাশক স্প্রে করা হ‌য়ে‌ছে। বুধবার সখীপুর পৌর এলাকায় ডিগ্রি অনার্স মাস্টারস স্টুডেন্টস (ডিঅমস) এসোসিয়েশন’র সদস্যরা জীবাণুনাশক স্প্রে ক‌রেন।

সংগঠনের পক্ষ থেকে জা‌নি‌য়ে‌ছে, পৌর এলাকার প্রতিটি স্থানে তরল জীবাণুনাশক স্প্রে করা কার্যক্রম শুরু হ‌য়ে‌ছে। একইসা‌থে সকলকে আতঙ্কিত না হ‌য়ে সামাজিক দূরত্ব তা বজায় রাখ‌তে অনু‌রোধ করা হ‌য়ে‌ছে। এছাড়া প্রয়োজন ছাড়া বাইরে না বের হবারও পরামর্শ দেয়া হ‌য়ে‌ছে সংগঠনের পক্ষ থে‌কে।

‌সখীপুরে মুখতার ফুয়ারা চত্বর, কাচা বাজার, মহিলা কলেজ রোড, কচুয়া রোড, উপজেলা রোড, অটো এবং সিএনজি স্ট্যান্ড , হাসপাতাল সংলগ্ন স্থানে স্প্রে করা হয়। পাশাপাশি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে এবং উপজেলার বিভিন্ন অঞ্চলে স্প্রে মেশিনের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল