• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে এসএসসির প্রবেশপত্র পেয়ে কান্না করছে এক এসএসসি পরীক্ষার্থী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২০  

টাঙ্গাইলের সখীপুরের নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক এসএসসি পরীক্ষার্থী মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে প্রবেশপত্র পেয়ে কান্না শুরু করে দিয়েছেন। গত মঙ্গলবার ওই শিক্ষার্থী বিদ্যালয় থেকে প্রবেশপত্র সংগ্রহ করার পর জানতে পারে সে মানবিক বিভাগের। দুই বছর বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে পরীক্ষার এক সপ্তাহ আগে মানবিক বিভাগের শিক্ষার্থী জানতে পেরে তার কান্না শুরু হয়। ওই ছাত্রের নাম আবদুল মোমিন। বাবার নাম লাভলু। মায়ের নাম মরিয়ম।


 
বৃহস্পতিবার ওই শিক্ষার্থীর মা মরিয়ম বেগম বলেন, ‘ওর বাবা বিদেশে আছেন। বাবার স্বপ্ন ছিল যত টাকাই লাগুক ছেলেকে ডাক্তার বানাবে। মানবিক বিভাগ আসায় বাবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। এদিকে ছেলেটাও দুইদিন ধরে নাওয়া খাওয়া ছেড়ে শুধুই কাঁদছেন।’

প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন জানান, মোমিন বিজ্ঞানে পড়লেও তার রেজিস্ট্রেশন হয়েছে মানবিক বিভাগে। সে রেজি. কার্ডেও সই করেছেন। সে হয়তো বুঝতে পারেনি। ভুলটা সম্পূর্ণ ছাত্রের। শিক্ষকরা তো পড়ান। তাঁরা তো আর জানেন না যে ছাত্র সায়েন্স নিয়েছে না আর্টস নিয়েছে। মোমিনকে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানের পরিবর্তে ভূগোল, পৌরনীতি ও ইতিহাস বিষয়ে নতুন করে পড়ে পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে প্রধান শিক্ষক হিসেবে আমার কিছু করার নেই।


 
আবদুল মোমিন জানায়, নির্বাচনী পরীক্ষায় সে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে সব বিষয়ে উত্তীর্ণ হয়ে এসএসসির ফরমপূরণ করেছে। ভুল যদি আমারই হয় তবে সে নির্বাচনী পরীক্ষা কীভাবে বিজ্ঞান বিভাগে অংশ নিলো। তখন স্যারেরা দেখল না কেন?

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল