• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে একদিনে দুইটি বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ মার্চ ২০২০  

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একদিনে দুই বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।

শুক্রবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় দুই অভিভাবককে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, বাল্যবিয়ের আয়োজন চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজলোর বংকী গ্রামের আলী হোসেনের মেয়ে লিজা, বড়চওনা গায়েন মোড় গ্রামের খালেক মিয়ার মেয়ে আখি আক্তারের বাল্য বিয়ে বন্ধ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ওইসব এলাকায় বাল্যবিয়ে বন্ধ করার জন্য অভিযান পরিচালনা করা হয়। এসময় বাল্যবিয়ের আয়োজন করায় লিজার মামা আ. লতিফকে ১০ হাজার ও মনির মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে অভিভাবকরা মেয়েদের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার শর্তে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল