• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে অপহৃত স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার ! গ্রেফতার ২

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০  

টাঙ্গাইলের সখীপুরে অপহরণের চারদিন পর এক স্কুলছাত্রীকে (১৪)  উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে  ঢাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।  এসময় এ ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার হুবদেশ গ্রামের আলাল উদ্দিনের ছেলে সোহেল রানা (২৬) এবং একই উপজেলার হারিনাতলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে  সুজন মিয়া (২৩)  ।  

গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গত ১৯ অক্টোবর সোমবার ওই ছাত্রীর মা বাদী হয়ে সখীপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা তাদের বিরুদ্ধে মামলা করেন। প্রধান আসামি সোহেল রানা মামলার বাদীর ব্যক্তিগত গাড়ি চালক।
 
সখীপুর থানার এসআই ফয়সাল আহমেদ নিউজ টাঙ্গাইলকে বলেন, মেয়েটি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে মেয়েটি বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাদের গাড়ির চালক সোহেল রানা শিক্ষকের বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে গাড়িতে তুলে জোরপূর্বক রাজধানী ঢাকার একটি ফ্লাটে নিয়ে যায়। চারদিন ধরে ওই ছাত্রীকে সেখানে আটকে রেখে জোপূর্বক ধর্ষণ করে  গাড়ি চালক সোহেল রানা। সোমবার অপহৃতের মা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করলে ওই রাতেই পুলিশ অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার মামলার প্রধান আসামী সোহেল ও তার সহযোগী  সুজনকে গ্রেফতার করা হয় । তিনি আরো বলেন, প্রাথমিত জবানবন্ধি শেষে  মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল