• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুর-বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে আতাউল মাহমুদের পিপিই প্রদান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

টাঙ্গাইলের সখীপুর এবং বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধক সুরক্ষা পোশাক পিপিই প্রদান করা হয়েছে।

করোনা ভাইরাস মোকাবেলা করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে চিকিৎিসক, স্বাস্থ কর্মীদের স্বাস্থ সুরক্ষার জন্য বুধবার (২ এপ্রিল) পিপিই সখীপুর এবং বাসাইল উপজেলা স্বাস্থকমপ্লেক্সে পাঠান তিনি।

এ সময় সখীপুর উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য-সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান কর্মকর্তা ডা. আব্দুস সোবহান, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর আলম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ জানান, করোনা ভাইরাস মোকাবেলায় সবার আগে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা প্রয়োজন। তাই  সখীপুর-বাসাইল উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্বাস্থকর্মীদের জন্য এ পিপিই দেওয়ার ব্যবস্থা করেছি এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো। এছাড়া করোনা মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে ও সরকারের নির্দেশনা বাস্তবায়নের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল