• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুর পৌরসভার উদ্যোগে জীবাণুনাশক স্প্রের উদ্বোধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

সখীপুর পৌরসভার অর্থায়নে  পৌর শহরের জনগুরুত্বপূর্ণ এলাকায় মরণব্যাধী করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে । আজ শুক্রবার সখীপুর মুখতার ফুয়ারা চত্ত্বরে পৌর মেয়র  বীর মুুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সখীপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় জীবাণুনাশক এ স্প্রে কার্যক্রম চালানো হয়। এছাড়াও সখীপুর পৌরসভার অর্থায়নে পৌরশহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৫ টি হাত ধোয়ার বেসিন বসানো,  জনসাধারণের মাঝে প্রায় ৬০০ মাস্ক, এবং ২ হাজার করোনাভাইরাস প্রতিরোধক প্রচারপত্র বিতরণ করা হয়েছে। ।

এ সময়  প্যানেল মেয়র রফিকুল ইসলাম, কাউন্সিলর দেলোয়ার সিকদার, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, ইখলাছ হায়াত সরোয়ারসহ পৌরসভার বিভিন্ন  ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন, সখীপুর পৌরবাসীকে মরণব্যাধী করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য   জীবানুনাশক স্প্রে,  মাস্ক ও  প্রচারপত্র বিতরণ করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল