• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শ্রীবরদীতে বয়স্ক বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের উন্মুক্ত বাছাই

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

শেরপুরের শ্রীবরদীতে সমাজসেবা অধিদফতরের নিরাপত্তা কার্যক্রমের আওতায় বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিব›দ্বী ভাতা ভোগিদের উন্মুক্ত বাছাই শুরু হয়েছে। সোমবার উপজেলার সিংগাবরনা ইউনিয়ন পরিষদ মাঠে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।

 

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সরকার নাছিমা আক্তার। তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন, এই ইউনিয়নে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিব›দ্বী ভাতা ভোগিদের বাছাই করে ৯১ জনকে তালিকাভুক্ত করা হবে। পরে পর্যায় ক্রমে অন্যদেরকেও নেয়া হবে।

 

সিংগাবরনা ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি লিপন মিয়া, ইউপি সদস্য, সদস্যা, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও ওই ইউনিয়নের বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিব›দ্বী দুই শতাধিক লোক।

 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল