• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

শ্রীবরদীতে এপি ওয়ার্ল্ড ভিশনের মোবাইল মানি ট্রান্সফার কার্যক্রম

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ আগস্ট ২০২০  

কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ও অসহায় দুস্থ্য পরিবারের মাঝে শেরপুরের শ্রীবরদীতে এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এপি ওয়ার্ল্ড ভিশনের সেমিনার কক্ষে প্রকল্পের দ্বিতীয় ধাপে প্রথম পর্যায়ে ৪শ ৭ জন দুস্থ্য অসহায় পরিবারের মাঝে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এ প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা এপি ওযার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর ডি কস্তা। এ সময় উপস্থিত ছিলেন এপি ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প ম্যানেজার হারুনুর রশিদ, প্রজেক্ট অফিসার ফ্লোরা মাংসাং, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমূখ। 

এ সময় এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর ডি কস্তা বলেন, করোনা ভাইরাসের প্রভাবে হতদরিদ্র ও দুস্থ্য অসহায় অনেক লোক কর্মহীন হয়ে পড়ে। এতে তারা মানবেতর জীবন যাপন করেন। এ জন্য প্রকল্পের দ্বিতীয় ধাপের প্রথম মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে দুস্থ্য অসহায় পরিবারদের মাঝে ১২ লাখ ২১ হাজার টাকা বিতরণ করা হয়। এ টাকার মাধ্যমে কিছুটা হলেও ওইসব পরিবার উপকৃত হবে। তবে এ প্রকল্প চলমান। আরো অনেক লোকের মাঝে এ প্রকল্পের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হবে। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল