• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শ্রম আইন সংশোধনে কমিটি গঠন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০  

‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত-২০১৮)’ সংশোধনে প্রতিবেদন প্রস্তুত করতে ১৩ সদস্যের একটি ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়েছে। সরকার-মালিক-শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে এ কমিটি গঠন করে সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, কমিটি বাংলাদেশ শ্রম আইন সংশোধনের লক্ষ্যে খসড়া প্রতিবেদন প্রণয়ন বিষয়ে আলোচনা করে প্রতিবেদন প্রস্তুত করবে। কমিটি আগামী বছরের মার্চের মধ্যে আলোচ্য বিষয়ে প্রতিবেদন প্রস্তুত করে তা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের কাছে দাখিল করবে। কমিটিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (শ্রম) আহ্বায়ক করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেহানা ইয়াছমিন এবং বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। এছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) প্রতিনিধি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিনিধি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি, সমাজতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব/সিনিয়র সহকারী সচিব (আইন) কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল