• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শেরে-বাংলা স্মৃতি পদক পাচ্ছেন ভূঞাপুরের মনিরুল ইসলাম বাবু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ মার্চ ২০২১  

নানামুখি সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ‘শেরে-বাংলা স্মৃতি পদক- ২০২১’ এর পদক পাচ্ছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মনিরুল ইসলাম বাবু।


 
শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা ও মহা-সচিব আর.কে রিপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত রবিবার (২৮ ফেব্রুয়ারি) মনিরুল ইসলাম বাবুকে প্রাথমিকভাবে মনোনীত বিষয়টি নিশ্চিত করেন।


 

জানা গেছে- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আগামী ১৪ মার্চ রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে আলোচনা সভা, গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই পদকে ভূষিত করা হবে।


 
এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জল ইসলাম, প্রধান আলোচক থাকবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামছুল হক টুকু এমপি, সাবেক সেনা প্রধান লেঃ জে: এম হারুন অর রশিদ, সভাপতিত্ব করবেন সাবেক তথ্য সচিব ও বিআরটিসির চেয়ারম্যান এবং শেরে বাংলার দৌহিত্র সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্শুব মোর্শেদ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল