• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শেখ হাসিনাসহ বিশ্বের ৪০নেতাকে জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ বাইডেনের

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ মার্চ ২০২১  

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ নেতাকে দুই দিনের বৈশ্বিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠানটি ভার্চুয়ালি হবে।


 
শুক্রবার হোয়াইট হাউসের একটি বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনফারেন্সের পথে এটি হবে গুরুত্বপূর্ণ মাইলস্টোন।

চলতি বছরের নভেম্বরে জাতিসংঘে জলবায়ু কনফারেন্স হওয়ার কথা রয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করে কিভাবে বিশ্বকে আর্থিকভাবে লাভবান করা যায়, পরিবেশ ঠিক রাখা যায় সেই আলোচনায় বসবেন বিশ্বনেতারা।

দেশগুলো কিভাবে জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় অবদান রাখতে পারে, এই সম্মেলনে সেই বিষয়গুলো ঠিক করার একটা সুযোগ রাখতে বিশ্বনেতাদের গুরুত্ব দিতে বলেছেন বাইডেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল