• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব: কৃষিমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১  

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষিকে সমৃদ্ধশালী করতে ৭০ শতাংশ ভর্তুকিতে সিআইজি কৃষকদের পাওয়ার টিলার ও ধান মাড়াইয়ের মেশিন দিচ্ছে সরকার। কৃষিখাতকে এগিয়ে নিতে হাতে নেয়া হয়েছে ৩ হাজার কোটি টাকার প্রকল্প।

শুক্রবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যুক্ত হন।

ধনবাড়ীর ইউএনও শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এনএটিপি টু প্রকল্পের পরিচালক আজহারুল ইসলাম সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকছুদুল হাসান মাছুদ, কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান, ফাহিমা আক্তার ফাহিম প্রমুখ।

সভা শেষে ১৭টি সিআইজি কৃষক গ্রুপের মাঝে ৩১টি পাওয়ার টিলার ও ১৫টি ধান মাড়াইয়ের মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা ও কর্মচারীরা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল