• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শেখ হাসিনা সারাবিশ্বের প্রেরণাদায়ক নেত্রী: অস্ট্রেলিয়ান এমপি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্লেফোর্ড-এর জনপ্রিয় প্রভাবশালী তরুণ এমপি জন ফুলব্রক। তিনি বলেছেন, বাংলাদেশের শেখ হাসিনা বিশ্বের শক্তিশালী অনুপ্রেরনাদায়ী এক নেতা, যার অধীনে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি দুই দেশের মধ্যে সুসম্পর্ক আরো উন্নত পর্যায়ে নিয়ে বাণিজ্য বাড়াতে তাগিদ দেন। ৩ মার্চ সিডনির পত্রিকা মুক্তমঞ্চ'কে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। 

সম্প্রতি জন ফুলব্রক তার স্টেট অফিসে বাংলাদেশের পতাকা স্থায়ীভাবে স্থাপন করে কমিউনিটিতে ব্যাপক আলোড়ন তোলেন। তিনি বলেন, তার এলাকায় প্রচুর প্রবাসী বাংলাদেশি থাকেন, তারা কর্মঠ ও বর্তমানে ক্ষমতায় থাকা অস্ট্রেলিয়ান লেবার পার্টির বাম ঘরানার মূল রাজনীতির সাথে জড়িত। তার রাজনৈতিক অফিসে লোকাল লেবার পার্টি নেতা মুনহেমুল খানের প্রসংশা করে তিনি বলেন, প্রবাসী তরুণ বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের আরো বেশী মূল ধারার রাজনীতিতে যোগ দেওয়া উচিত। তাদের ভালোবাসায় তিনি আপ্লুত। 

জন ফুলব্রক বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার অনেক মিল ও অমিল রয়েছে। আমি যেই এলাকাটি প্রতিনিধিত্ব করি সেখানকার অনেক কর্মঠ মানুষ বাংলাদেশ থেকে এসেছে। এই পরিশ্রমী মানুষগুলোই আমাদের এই অঞ্চলকে বৈচিত্রময় করেছে। 

বাংলাদেশের প্রতি গভীর মমত্ববোধের কারণে তিনি তার অফিসে বাংলাদেশের পতাকাটি স্থায়ীভাবে স্থাপন করেছেন। এ সময় তিনি বাংলাদেশ সফরের অভিপ্রায় ব্যক্ত করেন। সাক্ষাৎকারটি গ্রহণ করেন অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল