• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০১৯  

বাংলাদেশ জন্মের বীজ রোপন করা হয়েছিল ১৯৪৮ সালের ৪ জানুয়ারি; সংগঠনটির নাম বাংলাদেশ  ছাত্রলীগ। জন্মদাতা: বাংলা ও বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

মহান ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, রাষ্ট্রভাষা বাংলার স্বীকৃতি, আইয়ুব-বিরোধী আন্দোলন, বাষট্টির শিক্ষা-আন্দোলন, ছয়দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, পঁচাত্তর পরবর্তী জাতির পিতা-হত্যার নেপথ্য ও প্রকাশ্য কারিগর খুনি মোস্তাক-জিয়াবিরোধী আন্দোলন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন, খালেদা-নিজামীর দুঃশাসনবিরোধী আন্দোলন, ১/১১ এর সময় তথাকথিত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অপশাসনবিরোধী আন্দোলন, দেশরত্ন শেখ হাসিনা-মুক্তি আন্দোলনসহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বদানকারী প্রধান সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ।

 

প্রিয় এই সংগঠনটির বিরুদ্ধে ষড়যন্ত্র সবসময়ই ছিল। কারণ, এই সংগঠনের নেতাকর্মীরা-ই দেশমাতৃকার প্রয়োজনে নির্দ্বিধায় বুকের তাজা রক্ত ঢেলে দেয়। দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে ছাত্রলীগ রক্ত দিয়েছে ইতিহাসের বাঁকে বাঁকে। আজও ছাত্রলীগ রক্ত দেয় প্রতিক্রিয়াশীলগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে...

 

দেশরত্ন শেখ হাসিনা-সৃষ্ট ডিজিটাল বাংলাদেশ নামক ক্যানভাসে বাংলাদেশ ছাত্রলীগ এর প্রত্যেকটি নেতাকর্মী প্রতিদিন এঁকে যাক প্রাযুক্তিক সাফল্য-চিত্র; শুধু এই প্রত্যাশা রইলো।

শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ।

 

জয় বাংলা 
জয় বঙ্গবন্ধু 
বাংলাদেশ চিরজীবী হোক
জয় হোক বাংলাদেশ ছাত্রলীগের

 

লেখক:

আব্দুল্লাহ আল সাদি সিয়াম

সহ সভাপতি 

বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখা

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল