• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শিশুদের রাগ কমাতে যে পদ্ধতি অবলম্বন করবেন!

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০  

একটু খেয়াল করলেই দেখবেন আমাদের অনেক শিশু কারণ-অকারণে রেগে যায়। আমরা অনেক সময় এই ব্যাপারটা কে হেসে উড়িয়ে দেই। শিশু একটু কান্নাকাটি করলে বা জেদ করলে অভিভাবকরা তাদের মোবাইল ফোন, কম্পিউটার বা টিভির সামনে বসিয়ে শান্ত করার চেষ্টা করেন।   

 

এতে করে শিশু স্ক্রিনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। যা তার শারীরিক ও মানসিক বৃদ্ধির ওপর খারাপ প্রভাব পড়তে পারে। শিশুরা বিভিন্ন কারণে উত্তেজিত হয়ে যায়। এই সময়টাতে তাকে শান্ত করা জরুরি। কেননা এতে শিশু অবাধ্য এবং জেদি হয়ে যেতে পারে। তাহলে জেনে নিন কীভাবে শিশুর রাগ বশে আনবেন-

 

  • যখন শিশু রেগে যাবে আপনি শান্ত থাকার চেষ্টা করুন। এতে শিশু নিজে নিজেই চুপ হয়ে যাবে এবং আপনার কথা শুনবে। 
  •  
  • এই সময় জেদ কমাতে তাকে জড়িয়ে ধরে আদর করুন। আপনি তার সঙ্গে কোনো খেলা খেলতে পারেন বা গল্প করতে পারেন। বোর্ড গেম, মোল্ডিং ক্লে ইত্যাদি ভিন্ন ভিন্ন খেলায় তাকে ব্যস্ত রাখুন। এতে তার সৃজনশীলতা বাড়বে এবং সে ব্যস্তও থাকবে।
  •  
  • শিশুদের কথা মনোযোগ দিয়ে শুনুন। শিশুকে প্রশংসা করলে তারা খুশি হয়।
  •  
  • শিশুরা সুর বা গান ভালোবাসে। তাদের শান্ত করতে পছন্দের গান শোনাতে পারেন। এতে ধীরে ধীরে তারা শান্ত হয়ে যাবে এবং কান্না বন্ধ করে দেবে।
  •  
  • শিশুদের শান্ত করতে স্পর্শ খুব কার্যকর। জড়িয়ে ধরা বা আদর করা মানসিকভাবে শান্ত করতে সহায়তা করে। এতে শিশুদের মানসিক অবস্থাও স্থির হয়। তাই শিশুকে শান্ত করতে তাকে জড়িয়ে ধরুন। 
আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল