• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শিক্ষককে লাঞ্ছিত করায় সখীপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  

টাঙ্গাইলের সখীপুরে এক স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার দারিপাকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

উপজেলার বড়চওনা-দেবরাজ সড়কের দারিপাকা বাজারে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে ওই বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও এলাবাসী অংশ নেয়। মানববন্ধনের আগে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধন শেষে বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি জালাল উদ্দিন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,সহকারী শিক্ষক আবদুল্লাহ আল-মামুন, মোহাম্মদ আলী প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, রবিবার সকালে সহকারী শিক্ষক আহসান হাবীবকে ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি মজিবর রহমান ক্লাস কক্ষ থেকে ডেকে নিয়ে স্কুল মাঠের পাশে অকথ্য ভাষায় গালি গালাজ করে ভয়ভীতি দেখান। স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে তাকে সভাপতি পদে সমর্থন না করায় ক্ষিপ্ত হয়ে তিনি ওই শিক্ষকের প্রতি চড়াও হন। এরই প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসূচি পালন করেন।

সহকারী শিক্ষক আহসান হাবীব বলেন, সাবেক সভাপতি মজিবর রহমান যেভাবে অশ্লীল ভাষায় গালমন্দ ও হুমকি-ধমকি দিচ্ছেন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত সাবেক সভাপতি মজিবর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল